মৌসুম শুরু হলেও বাজারে দেখা নাই আমের

0
414

খবর ৭১ঃ মৌসুম শুরু হলেও রাজশাহীতে পুরোদমে আম সংগ্রহ শুরু হয়নি। সবগাছে এখনো আম পাকা শুরু না হওয়ায় ধীরগতিতে আম সংগ্রহ শুরু করেছেন চাষীরা। ফলে মৌসুমের প্রথমদিন রাজশাহীর বৃহত্তম বানেশ্বরহাটে খুবই অল্প পরিমানে আম আসে বিক্রির জন্য।

চাষীরা জানান, এবার ১৫ মে থেকে গুটি আম ও ২০ মে থেকে গোপাল ভোগ আম সংগ্রহের সময় বেঁধে দেয় জেলা প্রশাসক। তবে মৌসুমের প্রথম দিন অধিকাংশ গাছের গুটি আম পাকেনি। তাই চাষীরা অপরিপক্ক আম সংগ্রহ করছেন না। গুটি আম পুরোদমে বাজারে আসতে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে।

চাষীরা আরও জানান, আবহাওয়া ভালো থাকলে সব আম নির্ধারিত সময়ের চেয়ে এক সপ্তাহ পরে পাকবে। তবে অতিরিক্ত গরম পড়লে আগেভাগেই আম পাকতে পারে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দীন জানান, কিছু কিছু গাছের আম পাকতে শুরু করেছে। চাষীদের স্বার্থের কথা চিন্তা করেই তাদের সঙ্গে আলোচনা করে আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here