মেয়ে ও নাতি-নাতনীর মৃত্যুর খবর শুনে চলে গেলেন বৃদ্ধা মাও

0
354

খবর৭১ঃঢাকার উত্তরখানের একটি বাসায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ।

ঢাকার উত্তরখানের একটি বাসায় নিজের মেয়ে জাহানারা বেগম, নাতি কাজী মুহিব হাসান ও নাতনী তাপসিয়া সুলতানা মীমের মৃত্যুর খবর ও শোক সইতে পারলেন না মা তাজমহল বেগম। না ফেরার দেশে চলে গেলেন তিনি।

জাহানারার মা তাজমহল বেগম বুধবার সকালে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মারা গেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে।

রোববার রাতে উত্তরখানের একটি বাসা থেকে জাহানারা ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করে পুলিশ। তার স্বামীর নাম ইকবাল হোসেন। তিনিও ২০১৬ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। তাদের বাড়ি ভৈরব শহরের জগনাথপুর গ্রামে।

জাহানারার দেবর সুলতান আহমেদ কোরেশী জানান, মেয়ে, নাতি-নাতনির খবর শুনে রোববারই তিনি অসুস্থ হয়ে পড়েন। একসঙ্গে তিন লাশ, এই শোক তাজমহল বেগম সইতে পারলেন না। তার অবস্থা খারাপ দেখে হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে তিনি বুধবার হাসপাতালেই মৃত্যুবরণ করেন।

লাশ উদ্ধারের দিন পুলিশ ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করে। চিরকুটে লেখা ছিল ভাগ্য আর আত্মীয়-স্বজনের অবহেলার কারণেই তারা আত্মহত্যার পথ বেছে নেয়।

পুলিশের প্রতিবেদনে উল্লেখ ছিল, ছেলের গলাকাটা ছিল এবং মা ও মেয়ে মারা গেছে শ্বাসরোধের কারণে। পরে গত সোমবার তাদের তিনটি লাশ ভৈরবে নিজ এলাকায় আনার পর সোমবার রাতে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়।

এই ঘটনার দুদিন পর মঙ্গলবার রাতে জাহানারার ভাই মনিরুল হক বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কাউকে অভিযুক্ত করা হয়নি বলে পুলিশ জানায়।

উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিন মোবাইল ফোনে জানান, মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হবে। তদন্তের পরই হত্যার আসল ঘটনা উদঘাটন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here