মা ইলিশ রক্ষায় অভিযান: বাগেরহাটে ২ জেলেকে ১ মাসের কারাদন্ড

0
635

বাগেরহাট প্রতিনিধি :
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা মা ইলিশ রক্ষায় সোমবার দুপুরে মোংলা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ১টি বেহুন্দী জালসহ ১০ হাজার মিটার সিমফ্রাই জাল উদ্ধার করা হয়েছে। এসময়ে আটক দুই জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারদন্ড দেয়া হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গোয়েন্দা কর্মকতা লেফটেন্যান্ট (বিএন) আবদুল্লাহ আল মাহমুদ জানান, মা ইলিশ সংরক্ষণের আওতায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সোমবার দুপুরে মোংলা নদীতে অভিযান চালায়। এসময়ে ১টি নিষিদ্ধ বেহুন্দী জালসহ ১০ হাজার মিটার সিমফ্রাই জাল উদ্ধার করা হয়। আটক করা হয় বাগেরহাটের মোংলা উপজেলায় উলুবুনিয়া গ্রামের রাশেদ গাজীর ছেলে ইসরাফিল শেখ (২৭) ও একই গ্রামের শাহাদাত শেখের ছেলে রনজিত শেখ (৩০) নামের ২ জেলেকে। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে আটক ২ জেলেকে ১ মাসের কারদন্ড দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। পরে ৪ লাখ টাকা মূল্যের উদ্ধারকৃত নিষিদ্ধ ১টি বেহুন্দী জালসহ ১০ হাজার মিটার সিমফ্রাই জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here