ভূটান নির্বাচনে বিরোধী দলের কাছে ক্ষমতাসীন দলের হার

0
252

খবর৭১:ভুটানে তৃতীয় সাধারণ নির্বাচনের প্রথম দফায় দুই বিরোধী দলের কাছে ক্ষমতাসীন দল হেরে গেছে।

দেশটির প্রধানমন্ত্রী পরাজয়ের কথা স্বীকার করেছেন। এক টুইট বার্তায় টোবগে ডিপিটি ও ডিএনটি উভয় দল ও তাদের প্রার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

হাভার্ড থেকে গ্রাজুয়েট শেরিং টোবগে দ্বিতীয়বারের মত ক্ষমতায় থাকার আশা করছিলেন। কিন্তু তিনি দুই বিরোধী দলের কাছে পরাজিত হন।

আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

দেশটির নির্বাচন কর্মকর্তারা জানান, দ্রুক নেয়ামরূপ টেসগপা (ডিএনটি) পার্টিকে সামান্য ব্যবধানে এগিয়ে দ্রুক পুইনসুম টেসগপা (ডিপিটি) জয় পেয়েছে। নির্বাচনে মোট ২ লাখ ৯১ হাজার ভোটার ভোট দেয়। অর্থাৎ মোট ভোটারের ৬৬ শতাংশ ভোট দিয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here