ব্রিটেন সংঘাতের পথ বেছে নিয়েছে: রুশ পররাষ্ট্রমন্ত্রী

0
400

খবর৭১:সাবেক রুশ গুপ্তচরের হত্যা প্রচেষ্টাকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেন যে ব্যবস্থা নিয়েছে তাকে অমার্জিত ও বিদ্বেষী পদক্ষেপ বলে অভিহিত করেছে মস্কো। বুধবার রাতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ব্রিটেন সংঘাতের পথ বেছে নিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ২৩ রুশ কূটনীতিককে বহিষ্কার করাসহ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে যেসব পদক্ষেপ নিয়েছেন তাকে উসকানিমূলক হিসেবে দেখছে মস্কো। রাশিয়া অচিরেই এসব পদক্ষেপের পাল্টা জবাব দেবে।

এদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘ব্রিটিশ সরকার আন্তর্জাতিক সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সাবেক রুশ গুপ্তচরের হত্যা প্রচেষ্টাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে ব্রিটেন। ‘

ল্যাভরভ বলেন, ‘কোনো প্রমাণ ছাড়াই সাবেক রুশ গুপ্তচর হত্যা প্রচেষ্টার জন্য মস্কোকে অভিযুক্ত করছে লন্ডন। ‘

প্রসঙ্গত, গত রবিবার ব্রিটেনের সলসবারি শহরের একটি বিপণিকেন্দ্রে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল এবং তার কন্যাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। রুশ গোয়েন্দা বিভাগে কাজ করতেন স্ক্রিপাল। ব্রিটেনের হয়ে কাজ করার অভিযোগে দোষী সাব্যস্ত হন তিনি। পরে গুপ্তচর বিনিময় আইনের আওতায় তিনি মুক্তি পান এবং ব্রিটেনে বসবাস শুরু করেন।

ব্রিটিশ সরকার অভিযোগ করছে, স্ক্রিপাল ও তার মেয়েকে হত্যা করতে চেয়েছিল রাশিয়া। এই অভিযোগে ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কারসহ আরো কিছু রুশবিরোধী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লন্ডন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here