বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে মানবেতর জীবন যাপন করছে শতাধীক ভারতীয় শিক্ষার্থী

0
726
বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে মানবেতর জীবন যাপন করছে শতাধীক ভারতীয় শিক্ষার্থী

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে মানবেতর জীবন যাপন করছে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ পড়ুয়া ভারতীয় শতাধীক শিক্ষার্থী। করোনা ভাইরাস বিস্তার রোধে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃক বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের স্বদেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারী করায় গত দু’দিন (সোম ও মঙ্গলবার) ধরে তারা বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করছে।

স্বদেশে ফেরার চেষ্টা করা শিক্ষার্থীরা হলো- ঢাকার গাজিপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং ভারতের বিভিন্ন প্রদেশের বাসিন্দা।

মঙ্গলবার বিকেলে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান করা শিক্ষার্থীরা বলেন, নিজ দেশে প্রবেশ করতে না পেরে এবং তাদের কাছে প্রয়োজনীয় টাকা না থাকায় তারা খুবই হতাশার মধ্যে মানবেতর জীবন যাপন করছে।

এ বিষয়ে ভারতের কাস্মির প্রদেশের অভিলাশ মুখার্জি ও অনিমা গোস্বামী বলেন, আমরা ঢাকার গাজিপুর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও ঢাকার কমিউনিটি বেস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী। করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় আমাদের কলেজ ছুটি দেন কর্তৃপক্ষ। যেকারণে আমরা শতাধীক শিক্ষার্থী ছুটি পেয়ে নিজ দেশে যাওয়ার উদ্দেশ্য সোমবার বিকেলে এবং মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্টে পৌছায়। কিন্তু আমাদের কাছে অতিরিক্ত টাকা না থাকায় আমরা কোন আবাসিক হোটেলে থাকতে পারছি না। এমনকি আমাদের খাবার ক্রয় করে খেতেও অসুবিধা হচ্ছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের (ওসি) আহসান কবির বলেন, তাদেরকে ছাড়তে আমাদের কোন বাধা নেই। কিন্তু সোমবার(২৩ মার্চ) বিকাল ৫ টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এক পত্র মারফত বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতীয়দের স্বদেশে ফিরতে নিষেধাজ্ঞা জারি করেছেন। এরপর থেকে তারা কোন যাত্রী গ্রহন করছে না। ফলে এসব শিক্ষার্থীরা বিপাকে পড়েছে। তবে ভারতে অবস্থানরত বাংলাদেশিরা নিজ দেশে ফিরতে পারবেন বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here