বাড়বে তাপমাত্রা, হতে পারে বৃষ্টিও

0
241

খবর৭১ঃ আবহাওয়া দুদিন কিছুটা নমনীয় থাকার পর আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায়ও এ তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার (২৩ এপ্রিল) আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে।

এসময়ে মাদারীপুর, সন্দ্বীপ, ফেনী, রাজশাহী, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা এবং খেপুপাড়া অঞ্চলসমূহের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাবে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি দাবদাহটি আরও বিস্তৃত হতে পারে।

সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আরও বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গতকাল সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। আর সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৩৫ শতাংশ।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তন হতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here