বাংলা ইশারা ভাষা দিবস পালিত হলো সৈয়দপুরে

0
638
বাংলা ইশারা ভাষা দিবস পালিত হলো সৈয়দপুরে
ছবিঃ মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকে।

খবর৭১ঃ

মিজানুর রহমান মিলন, সৈয়দপুর থেকেঃ বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সৈয়দপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। ইমপ্রুভড এডুকেশন আউটকামস্ থ্র আর্লি চাইল্ড হুড ডেভেলপমেন্ট সেন্টার্স ইন বাংলাদেশ (আইইও- -ইসিডিসিবিডি) প্রকল্পের আওতায় সিডিডি ও ডিসিডাব্লিউ এর সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ-হেলপ এন্ড রিহেবিলিটেশন প্রোগ্রাম(শার্প) আজ রোববার দিবসটি পালন করে।

“ইশারা ভাষার প্রমিত ব্যবহার বাক-শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার”প্রতিপাদ্যকে সামনে রেখে শহরের বিমানবন্দর সড়কে শার্প শ্রবন প্রতিবন্ধী শিশু বিকাশ কেন্দ্রে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক অফিসার মো. শাহজাহান মন্ডল এবং উপজেলা সমাজ সেবা অফিসার হাওয়া খাতুন। শার্প এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান আলহাজ্ব মো. মাহবুব- -উল-আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য বলেন শার্প’র প্রশিক্ষণ সমন্বয়কারী মোস্তাহার-উল-আলম ও শ্রবন প্রতিবন্ধী শিক্ষার্থী হেনা তাবাসসুম সানা প্রমূখ। সভাটি সঞ্চালনা

করেন শার্প’র আইইও-ইসিডিসিবিডি প্রকল্পের ফিল্ড কো অর্ডিনেটর মো. শফিকুল আলম। এর আগে সকালে দিবসটি উপলক্ষে বের হওয়া বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সববয়সীপ্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক, শার্প’র কর্মকর্তা-কর্মীরা অংশ নেয়। প্রসঙ্গত, বাংলা ইশারা ভাষা দিবসটি ছিল গত ৭ ফেব্রুয়ারি। কিন্তু ওই দিন শুক্রবার ও গতকাল শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার দিবসটি যথাযথ কর্মসূচির মধ্যদিয়ে পালন করা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here