প্রশান্ত মহাসাগরে মার্কিন ডুবোজাহাজকে তাড়া করল রাশিয়া

0
263

খবর৭১ঃ প্রশান্ত মহাসাগরে নিজেদের পানিসীমা থেকে একটি মার্কিন ডুবোজাহাজকে তাড়িয়ে দিয়েছে রুশ নৌবাহিনীর জাহাজ।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে দেশটির গণমাধ্যম ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি শনিবার এ খবর প্রকাশ করেছে। খবর আনাদোলুর।

আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মার্কিন ওই ডুবোজাহাজটি রাশিয়ার পানিসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ করেছে রাশিয়া।

বিষয়টি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে রাশিয়া। তবে এ ব্যপারে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্শাল শাপোশনিকোভ নামে রুশ যুদ্ধজাহাজ প্রশান্ত মহাসাগর থেকে মার্কিন ডুবোজাহাজটিকে তাড়িয়েছে।

শনিবার ভোরে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার নৌবাহিনীর মহড়ার সময় মার্কিন ডুবোজাহাজটি কুড়িল দ্বীপের কাছে অবস্থান করে নজরদারি করছিল।

এ সময় মার্কিন জাহাজটিকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু জাহাজটির নাবিকরা তা অগ্রায্য করলে রুশ যুদ্ধজাহাজটি মার্কিন ডুবোজাহাজটি তাড়াতে বাধ্য হয়।

ইউক্রেন নিয়ে রাশিয়ার উত্তেজনার মধ্যে মার্কিন ডুবোজাহাজ তাড়ানোর ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here