প্রতিবেদনের ব্যাখ্যা দিতে ঢাকার দুই সিটির প্রধান নির্বাহীকে হাইকোর্টে তলব

0
345

খবর৭১ঃ ঢাকার বায়ুদূষণ রোধে আদালতের আদেশের বিষয়ে দেয়া প্রতিবেদনের ব্যাখ্যা দিতে ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের প্রধান নির্বাহীকে তলব করেছেন হাইকোর্ট।

রবিবার (৫ মে) বিচারপতি এফ এর এম নাজমুল আহসান এবং বিচারপতি কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১৫ মে আদালতে হাজির হয়ে তাদেরকে প্রতিবেদনের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী নুরুন্নাহার।

এর আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে ঢাকার বায়ুদূষণ নিয়ে প্রকাশিত খবর ও প্রতিবেদন যুক্ত করে গত ২৮ জানুয়ারি পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোটের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করে। রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এই নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ও ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও নির্বাহী কর্মকর্তাকে প্রতিবেদন দিতে বলেছিলেন হাইকোর্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here