পুলিশী বেষ্টনীতে আদালতের পথে খালেদা

0
386

খবর ৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় শুনতে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হন।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি আদালতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করবেন। গত ২৫ জানুয়ারি আদালত খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য আজকের (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন।

এদিকে খালেদা জিয়ার গাড়িবহর ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। গাড়ি বহরের সামনে ও পেছনে ব্যাপক র‌্যাব ও পুলিশ রয়েছে। গাড়ির সামনে আছে পুলিশের বেশ কয়েকটি গাড়ি। পেছনে আছে র‌্যাবের মোটরসাইকেলের বহর। এদিন সড়ক বন্ধ রেখে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে বিএনপি প্রধানকে। এছাড়া খালেদা জিয়ার গাড়িবহর যে সড়ক দিয়ে রওয়া হয়েছেন সেসব এলাকায় পুলিশের সতর্ক পাহারা লক্ষ্য করা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here