নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

0
580

খবর৭১ঃ দিনভর অচলাবস্থা শেষে নৌপথের অচলাবস্থা কেটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভর ধর্মঘট পালন করার পর নৌযান শ্রমিকরা তাদের ধর্মঘট স্থগিত করেছেন। এর আগে, সোমবার (১৫ এপ্রিল) মধ্যরাত থেকে এ ধর্মঘট শুরু হয়।

মঙ্গলবার রাতে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের সঙ্গে নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। বুধবার (১৭ এপ্রিল) রাতে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করবে।

নৌযান শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে দেশের নৌপথ অচল হয়ে পড়ে। এ ধর্মঘটের কারণে যাত্রীবাহী ও পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকে। এতে যাত্রী, ব্যবসায়ীসহ সংশ্নিষ্টদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সব ধরনের নৌযান ও নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ এবং নৌযান শ্রমিকদের জন্য ২০১৬ সালে সরকার ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here