দগ্ধ ছাত্রীর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী ও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ

0
326

খবর৭১ঃ শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করায় ফেনীর সোনাগাজীতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া মাদরাসার দগ্ধ শিক্ষার্থী নূসরাত জাহান রাফির (১৮) চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।

রবিবার (৭ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে ফিরে এ কথা জানান বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। প্রধানমন্ত্রী মেয়েটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি জানান, ‘ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। যেকোনো সময় যেকোনো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। শারীরিক অবস্থা যেকোনো দিকে মোড় নিতে পারে।’

এর আগে দগ্ধ মাদরাসা শিক্ষার্থীর চিকিৎসায় ৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। সকাল ১০টায় এই মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বার্ন ইউনিটের একটি সূত্র।

মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন— হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, পরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম, অধ্যাপক ডা. রায়হানা আউয়াল, অধ্যাপক ডা. নওয়াজেশ খান, অধ্যাপক ডা. লুৎফর কাদের, অধ্যাপক ডা. বিধান সরকার, ঢামেক হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলাম, রেসপিরেটরি মেডিসিন বিভাগের ডা. মহিউদ্দিন ও নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহুরুল ইসলাম।

উল্লেখ্য, নূসরাত সোনাগাজী পৌরসভার উত্তর চরছান্দিয়া গ্রামের মাওলানা মুসা মিয়ার মেয়ে। শনিবার (৬ এপ্রিল) সকালে নূসরাতের আরবি প্রথম পত্রের পরীক্ষা ছিল। তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান তার ভাই নোমান। তবে কেন্দ্রের প্রধান ফটকে নোমানকে আটকে দেন নিরাপত্তাকর্মী মোস্তফা। এরপর নূসরাত একাই হেঁটে কেন্দ্রে প্রবেশ করে। এসময় নোমান কেন্দ্রে থেকে একটু দূরে চলে আসেন। এর ১৫-২০ মিনিট পরই মোবাইলে নূসরাতের অগ্নিদগ্ধের খবর পান। এরপর ফের কেন্দ্রে ছুটে গিয়ে বোনকে দগ্ধ অবস্থায় দেখতে পান নোমান।

নূসরাতকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here