ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই

0
100

খবর৭১: রাজধানীর উত্তরার তুরাগে অস্ত্র ঠেকিয়ে ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তুরাগের ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ বলছে, ব্যাংক দাবি করছে ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল।

ঘটনা সম্পর্কে তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ বলেন, ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদুদ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি সিকিউরিটি কোম্পানির গাড়িতে করে ডাচ বাংলা ব্যাংকের বুথে টাকা রাখতে সাভার ইপিজেড যাচ্ছিল। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ওই গাড়িতে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিল।’

ওসি মওদুদ হাওলাদার বলেন, ‘সশস্ত্র অবস্থায় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পেয়েছি। আমরা টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। সিসি ক্যামেরার দেখে ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here