টার্গেট কিলিংয়ের শিকার কানাডার সেই দম্পতি

0
302

খবর৭১:গত মাসে কানাডার টরেন্টোতে নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বিলিয়নিয়ার দম্পতিকে। এই খুনের ঘটনার তদন্তে বেরিয়ে এসেছে টার্গেট কিলিংয়ের ঘটনা।

গত ১৫ ডিসেম্বরে ৭৫ বছর বয়সী ব্যারি এবং ৭০ বছর বয়সী হানি শেরম্যানের মৃতদেহ খুঁজে পান।
তবে পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে সন্দেহভাজনের বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।

ব্যারি শেরম্যান কানাডার শীর্ষস্থানীয়দের একজন। তার স্ত্রী মানবহিতৈষী কাজে জড়িত ছিলেন। তাদের এই আকস্মিক মৃত্যু সত্যিকার অর্থেই গোটা কানাডাকে স্তম্ভিত করেছে।

তাদের মৃতদেহ পাওয়ার পর সংবাদমাধ্যমগুলো আত্মহত্যার সম্ভাবনার কথা তুলে আনে। তবে টরেন্টো পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সুসান গোমেজ জানান, আত্মহত্যার সম্ভাবনার বিষয়টি কোত্থেকে আসতে পার সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে আরো বেশ কিছু সম্ভাবনার কথা খতিয়ে দেখা হচ্ছে।

তাদের এই রহস্যজনক মৃত্যু বিষয়ক নতুন খবর সেদিন এলো যেদিন ব্যারি শেরম্যান ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাপোটেক্স এর সিইও’র পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।

গোয়েন্দা কর্মকর্তা গোমেজ জানান, শেরম্যান দম্পতিকে শেষবারের মতো দেখা যায় ১৩ ডিসেম্বর বিকালে। তার পর পরিবারের কারো সঙ্গে তাদের কোনো ধরনের যোগাযোগ হয়নি। তাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশের কোনো ধরনের নিশানাও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। শেষ দেখা যাওয়ার দুই দিন বাদে তাদের মৃতদেহ বাড়ির পুলের ডেকে মেলে। তাদের দেহে পোশাক ছিল। পুলের ডেকে তাদের বেল্ট দিয়ে বেঁধে রাখা হয়েছিল।

ছয় সপ্তাহের তদন্তের পর পুলিশ ধারণা করছে, তারা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছিলেন। সন্দেহভাজনের তালিকা রয়েছে। তবে তা নিয়ে এখনি আলোচনা নয়।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here