ঝুকিপুর্ন ও ক্ষতিগ্রস্ত রেল সেতুর তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী

0
463

খবর ৭১ঃ সারা দেশে রেল লাইনে জরিপ করে ত্রুটিপূর্ণ সেতুর তালিকা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তঃজেলা যোগাযোগ সহজ করতে মাস্টারপ্ল্যান করতেও বলেছেন তিনি।

এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসা করে সারা বছর খেলাধুলা চালু রাখা এবং অবসরে যাওয়া খেলোয়াড়দের কল্যাণে বড় অঙ্কের তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে রোববার রাতে উপবন এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হন। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক বৈঠকে আলোচনায় ওঠে আসে মর্মান্তিক এ দুর্ঘটনা।

রেলওয়ে মন্ত্রণালয়কে ২শ’৪২ কোটি টাকা ব্যয়ের যে প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে যেখানেও সুষ্ঠু ও নিরাপদ ট্রেন পরিচালনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে সব মিলে ১০টি প্রকল্পে প্রায় ৭ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
একনেকে অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনে রাস্তা প্রশস্ত করা, ফুটপাথ নির্মাণ এবং ড্রেন ও নর্দমা সংস্কারে প্রায় ৪ হাজার কোটি টাকা।
একনেক বৈঠকে প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নতিতে একগুচ্ছ নির্দেশনাও দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here