জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ: সাকিব

0
450

খবর৭১ঃ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে দোর্দণ্ড প্রতাপে জিতে ১-০তে এগিয়ে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছেন সফরকারীরা। গায়ানায় দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায়। এ ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। এমনই আশার বাণী শোনালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বললেন, আমাদের লক্ষ্য- গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতে সিরিজ জয় করা।

সাকিব বলেন, প্রত্যেক ম্যাচ জিততেই মাঠে নামি আমরা। কোনোটাতে প্রত্যাশা পূরণ হয়, আবার কোনোটাতে হয় না। এ ম্যাচ জিততে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই। এ জন্য আমাদের আগের ম্যাচের চেয়ে আরও বেশি ভালো খেলতে হবে।

ছাড় দেয়ার পাত্র নয় ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচে জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে চাইছেন ক্যারিবীয়রা। প্রতিপক্ষ অধিনায়ক জেসন হোল্ডারের কণ্ঠেও সেই হুঙ্কার ছুটেছে। বিষয়টি কানে এসেছে সাকিবেরও, স্বাভাবিকভাবেই ঘুরে দাঁড়াতে চাইছে ওয়েস্ট ইন্ডিজও। জিততে সর্বাত্মক শক্তি প্রয়োগ করবেন তারা। তবে ঘাবড়ে গেলে চলবে না। আমাদের তাদের চেয়ে আরও ভালো খেলতে হবে। জিততে আরও শ্রম দিতে হবে। জিততে পারলে আমাদের আর সেন্ট কিটসের উইকেট নিয়ে দুঃশ্চিন্তা করতে হবে না।

কেন এ দুঃশ্চিন্তা? উত্তর দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের মেরুদণ্ড, সেন্ট কিটসের উইকেটে হবে এখানকার তুলনায় ব্যাটিং-সহায়ক। মাঠটা একটু ছোট। সেখানে সব সময় রান বেশি ওঠে। ফলে ওয়েস্ট ইন্ডিজের জন্য অ্যাডভান্টেজ একটু বেশি থাকবে। তাই এ ম্যাচে জিতেই সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। জয় ভিন্ন কিছুইভাবছি না।

গায়ানার উইকেট অনেকটা বাংলাদেশের মতো। এখানকার উইকেট স্পিনবান্ধব। শুধু উইকটে নয়, মাটি ও ঘাসও প্রায় একই। সেই কারণে এখানে সুবিধা পাচ্ছেন সফরকারীরা। এর সঙ্গে সহমত প্রকাশ করেছেন সাকিব, ওয়েস্ট ইন্ডিজে একমাত্র এখানকার উইকেটটাতেই স্পিন ধরে। মাঠের প্রকৃতি অনেকটা বাংলাদেশের মতো। আমাদের জন্য এটি ইতিবাচক দিক। এখানে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছি। দুটিতেই জিতেছি। এ ম্যাচে ফল আমাদের পক্ষে আসবে বলে মনে করছি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here