ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের কমিটি নিয়ে নানা অভিযোগ

0
780

খবর ৭১: ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের কমিটি নিয়ে দলটির অসন্তোষ ও অস্বস্তি দিন দিন বাড়ছে। ঘোষিত আহবায়ক কমিটি নিয়ে ফের শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে  ‍শুরু করে বিভিন্ন সোশাল মিডিয়ায় এবং ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। গত ১৪-০৭-২০২১ তারিখে শাহ আলম( পাভেল সিকদার) কে আহবায়ক ও নিয়াজ মাহমুদ নিলয়কে সদস্য সচিব করে ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের কমিটি ঘোষণা করা হয়।

আহবায়ক শাহ আলম (পাভেল সিকদার) কে নিয়ে ‍উঠেছে একাধিক অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাভেল সিকদারের বিয়ের ছবি দেখা যায়। অভিযোগ উঠেছে একজন বিবাহিতকে ছাত্রদলের কমিটিতে রেখে দলটির গঠনতন্ত্র লঙ্ঘন করেছে। বারবার ছাত্রদলের কমিটিতে বিবাহিতদের অর্ন্তভুক্তির কারণে সমালোচিত হতে হয়েছে কেন্দ্রীয় নেতৃৃবৃন্দের। তাছাড়া অভিযোগ রয়েছে অতিতে বিবাহিতদের কারণে আন্দোলন কর্মসূচিতে বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে বিএনপিকে। তা সত্তেও আবারও একই ভুল করছে দলটি।

আহবায়ক শাহ আলম (পাভেল সিকদার) এর বিবাহের ছবি-সংগৃহীত

 

তাছাড়া তৃণমূল কর্মীদের অভিযোগ, মোটা অংকের অর্থের বিনিময়ে এই কমিটি দেয়া হয়েছে।  এরমধ্যে অভিযোগ উঠেছে পাভেল শিকদারের শিক্ষা সনদ নিয়ে। নেতাকর্মীরা অভিযোগ তুলেছেন পাভেল শিকদার তার ভাইয়ের শিক্ষা সনদ ব্যবহার করছে। বাস্তবে তিনি অষ্টম শ্রেণী পাশ।

ইতিমধ্যে তার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগও উঠেছে। ত্যাগী নেতারা জানান, এসব বিষয় কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা অবগত থাকলেও শুধুমাত্র টাকার বিনিময়ে এ কমিটি করে দেয়া হয়েছে। ফলে ত্যাগী নেতারা হয়েছেন পদবঞ্চীত।

শুধু তাই নয় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অনেক যুগ্ম আহবায়ক এবং সদস্য অশিক্ষিত এবং বিবাহিত।
ফজলুর রহমান খোকন এবং পাভেল শিকদার এসব জানার পরেও এসব অযোগ্য নেতাদের নিয়ে কমিটি করেছে। তাদের মধ্যে কেউ কেউ আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here