ছাতকে দুর্গোৎসব উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

0
572
ছাতকে দুর্গোৎসব উপলক্ষে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়
ছবিঃ হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধি।

খবর৭১ঃ

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ ছাতকে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদ, বিভিন্ন পূজা কমিটি ও সনাতন ধর্মাবলম্বি নেতৃবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চ্দ্র দাস, ওসি(অপারেশন) গোলাম মোস্তফা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তামিম আল হাসান, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. পীযুষ ভট্টাচার্য্যে ও সাধারন সম্পাদক রবীন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি মহন্ত কুমার রায়, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের সভাপতি অরুন অধিকারী, তাতিকোনা পূজা কমিটির সভাপতি শিক্ষক প্রনব দাস মিটু প্রমুখ। সভায় পূজা শুরু থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, পূজা মন্ডপে সরকারী বরাদ্দসহ বিভিন্ন বিষয়ের আলোচনা হয়।

এ ছাড়া পূজার সময় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার কথা বলা হয়। সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহাব উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী ফজলে হাসান রাব্বী, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃষ্ণদাস রায়, ফায়ার সার্ভিসের নাজমুল হক, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা নূরুল হক, বিভিন্ন পূজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকের মধ্যে অরুন দাস, লিটন ঘোষ, শংকর দত্ত, শিবচরন শর্ম্মা, নেপাল চন্দ্র পাল, শংকর কুমার দাস, কৃপেশ চন্দ্র দাস, রাখাল চন্দ্র দাস, বিভাষ চৌধুরী, রজ্ঞত দাস, প্রনব কান্তি চক্রবর্ত্তী, তপু চক্রবর্ত্তী, ক্ষিতিশ চন্দ্র দাস, অমরেশ সরকার, রিংকু দাস, শংকু দাস, পিংকু দাস, সুদাম দেবনাথ, লিটন ঋষি, আশিষ আচার্য্য, নারু দেব, পার্থ চন্দ, নিখিলেশ দেব, নিমলেন্দু দস্তিদার, দিজেন্দ্র চন্দ্র দাস, দিগেশ চন্দ্র দেব, দ্বিজবর চন্দ্র মজুমদার, বনমালী বিশ্বাস, নুপুর দাস, পিন্টু চন্দ্র, নিলমনি দাস, সুমন দেবনাথ, আশু সূত্রধর, অনিল দেবনাথ, নির্মলেন্দু চৌধুরী, কানু প্রিয় দাস, জয় প্রকাশ ভৌমিক, কেশব পাল, শ্যামল চন্দ্র সরকার, সত্যেন্দ্র দাস, অনিল পাল, অমর দেবনাথ, বিদ্যুৎ দাস, শ্যাম দাসসহ সনাতন ধর্মাবলম্বি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here