ছবিতে ভুয়া শিরোনাম ব্যবহারের ঘটনায় ক্ষমা চাইল মিয়ানমার সেনাবাহিনী

0
533

খবর৭১ঃ মিয়ানমারের সেনাবাহিনী সংগৃহীত ছবিতে ভুয়া শিরোনাম ব্যবহার করে বই ছাপানোর ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছে। প্রকাশিত বইটিতে দুইটি ছবি ভুলভাবে ছাপা হওয়ার কথা উল্লেখ করে সোমবার দেশটির সেনাবাহিনীর পরিচালিত পত্রিকায় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই ভুলের জন্য পাঠক ও সংশ্লিষ্ট আলোকচিত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ অন্য ঘটনার ছবিকে মিয়ানমারে রোহিঙ্গাদের প্রবেশের ছবি হিসেবে ছাপানোর বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স গত শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছিল।

গত বছরের আগস্টে নিরাপত্তা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার পর রাখাইনে পূর্ব পরিকল্পিত ও কাঠামোবদ্ধ সহিংসতা জোরালো করে মিয়ানমার সেনাবাহিনী। নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা। জাতিসংঘসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওই অভিযানে জাতিগত নিধনযজ্ঞের আলামত পেয়েছে। তবে শুরু থেকেই রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমারের সেনাবাহিনী। রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো সহিংসতার প্রেক্ষিতে বিশ্বজুড়ে হওয়া সমালোচনার জবাবে মিয়ানমারর সেনাবাহিনী বই প্রকাশ করেছে, যাতে তারা রোহিঙ্গাদের মিয়ানমারে আশ্রয় নেওয়ার দাবি প্রতিষ্ঠার চেষ্টা করেছে।

‘মিয়ানমার পলিটিক্স অ্যান্ড টাটমাদো: পার্ট ওয়ান’ নামের ১১৭ পৃষ্ঠার বইটি প্রকাশিত হয়েছে গত জুলাইয়ে। মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের বুক স্টোরগুলোতে বইটি বিক্রি হচ্ছে। বইটিতে সব মিলিয়ে ৮০টি ছবি প্রকাশ করা হয়েছে, যার মধ্যে আটটি ঐতিহাসিক ছবি। রয়টার্স কর্তৃপক্ষ বলছে, তারা গুগল রিভার্স ইমেজ সার্চ ও টিন আই টুল ব্যবহার করে ছবিগুলো পরীক্ষা করেছে। এর মধ্যে তিনটি ছবির অপব্যবহারের বিষয়ে তারা নিশ্চিত।

এসব ছবির একটি রুয়ান্ডার, একটি মিয়ানমার থেকে বের হয়ে যাওয়ার ও অপরটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here