গঠনমূলক সমালোচনা তিনি উপভোগ করেনঃওবায়দুল কাদের

0
360

খবর৭১ঃবিরোধী দলের গঠনমূলক সমালোচনা থেকে সরকার শুদ্ধ হওয়ার সুযোগ পেতে পারে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার রাজধানীর সড়ক ভবনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
গঠনমূলক সমালোচনা তিনি উপভোগ (এনজয়) করেন বলেও জানান মন্ত্রী।

১৪ দল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শরিকদের সমালোচনা ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে। কেননা সমালোচনার বিশ্লেষণ করেই ভুল-ত্রুটি দূর করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘অপজিশন না থাকলে, সমালোচনা না থাকলে শুদ্ধ হওয়া যায় না। সরকার কোনো ভুল করলে সেই ভুল বিরোধী দলের গঠনমূলক সমালোচনা থেকে শুদ্ধ হওয়ার সুযোগ আমরা পেতে পারি। সেদিক থেকে এই সমালোচনাগুলোকে আমি এনজয় করি।’

উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতৃত্বের যে বেহাল দশা, তাতে তৃণমূল কারো কথাই মানে না। দলটি মামলা করতে করতে নিজেরাই পঙ্গু হয়ে যাবে।’

ঐক্যফ্রন্টের গণশুনানি, গণতামাশায় রূপ নিলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোহরাওয়ার্দী উদ্যান খোলা আছে, বাধা দেয়ার কোনো কারণ নেই।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here