ক্ষমা চাইলেও কখনো দায়মুক্তি পাবে না জামায়াত : তথ্যমন্ত্রী

0
492

খবর ৭১ঃ জামায়াতের ওপর আন্তর্জাতিকভাবে যে চাপ আছে তা কাটিয়ে ওঠার কৌশল হিসেবে দলটির নেতারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ কারণে ক্ষমা চাওয়ার বিষয়টি উঠে এসেছে বলেও মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরে গণতন্ত্রের অভিযাত্রায় শেখ হাসিনা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘ক্ষমা চাওয়ার জন্য তাদের (জামায়াত) মধ্য দিয়ে যে কথাবার্তাগুলো এসেছে এগুলো দেশের বিরুদ্ধে প্রচণ্ড চাপের মুখে এবং আন্তর্জাতিক চাপের মুখে চাপমুক্ত হওয়ার একটি কৌশলের অংশ। ’
জামায়াত ক্ষমা চাইলেও মুক্তিযুদ্ধের বিরোধিতা ও নারী নির্যাতনের জন্য তারা কখনো দায়মুক্তি পাওয়ার অধিকার রাখে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘জামায়াতের সঙ্গে একজোট হয়ে রাজনীতি করা বিএনপিকেও ক্ষমা চাইতে হবে। কেননা তারাই জামায়াতের হাতে দেশের পতাকা তুলে দিয়েছে। ’
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here