কমিটি গঠন নিয়ে তালায় ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া

0
397

খবর৭১:
সাতক্ষীরা তালা উপজেলার খেশরা ইউনিয়নের ছাত্রলীগের কমিটি অর্থের বিনিময় করার ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রæপে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। গতকাল শনিবার (৪ আগষ্ট) দুপুরে তালা উপজেলার পরিষদের সামনে উপজেলা ছাত্রলীগ ও খেশরা ইউনিয়নের ছাত্রলীগের নেতাদের মধ্যে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ধাওয়া-পাল্টা বিষয়টি অস্বীকার করেছেন।
খেশরা ইউনিয়নের ছাত্রলীগনেতা তানভীর হোসেন অমি,সুমন গোলদার,রখি,মিলন,ইমরান,সবুজ,পারভেজ,সাথীসহ কয়েকজন জানান, গত ২০ জুলাই ১০নং খেশরা ইউনিয়ন ছাত্রলীগের একটি কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিতে ছাত্রদলের কর্মীকে সভাপতি ও মোটা অংকের টাকা নিয়ে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ এই কমিটি দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শনিবার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় খেশরা ইউনিয়ন নবগঠিত ছাত্রলীগের কমিটি বাতিলের দাবী জানিয়ে ফেরার পথে উপজেলা পরিষদের সামনে তাদর উপর উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীসহ তার লোকজন অতর্কিত হামলা চালায়। এ সময় দু’গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে তালা থানা পুলিশ এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগামী ৮ আগষ্ট খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় উক্ত কমিটির বিষয়ে আলোচনা করা হবে বলে আশ্বাস প্রদান করা হয়।
তবে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী ধাওয়া-পাল্টা বিষয়টি অস্বীকার করেছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here