এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের শুভ সূচনা

0
346

খবর৭১:মালয়েশিয়ার কুয়ালালামপুরে নারী এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের নারী দল লড়ছে ভারতের বিরুদ্ধে। খেলায় ৭ ওভারেই ৩ উইকেট হারিয়েছে বেকফুটে ভারত। সপ্তম ওভারে তাদের সংগ্রহ ছিল ২৮ রান।

খেলায় ভারেতর বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

প্রথম ম্যাচে হারের পর থেকে দুর্দান্ত খেলে যাচ্ছেন বাংলাদেশের প্রমীলারা। এখন পর্যন্ত খেলা নিজেদের প্রথম ম্যাচ ব্যতীত বাকি সব ম্যাচেই দাপট দেখিয়েছেন তারা।

টুর্নামেন্টে সমান সমান পয়েন্ট নিয়ে ফাইনালে উঠা এ দল দুটির মধ্যে আজ বাংলাদেশকে এগিয়ে রাখছেন ক্রিকেটবোদ্ধারা।

কেননা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হারের পর বিস্ময়করভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়াকে দাপটের সঙ্গে হারিয়েছেন বাঘিনীরা।

বাংলাদেশ প্রমীলা একাদশ (সম্ভাব্য) : শামিমা সুলতানা, আয়েশা রহমান, ফারজানা হক, নিগার সুলতানা, খাদিজা তুল কোবরা, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আখতার, সালমা খাতুন (অধিনায়ক), সানজিদা ইসলাম, রুমানা আহমেদ।

ভারত প্রমীলা একাদশ (সম্ভাব্য) : মিতালী রাজ, স্মৃতি মঠানা, হারমানপিত কের (সি), বেদী কৃষ্ণমূর্তি, আনুজা পাটিল, দীপ্তি শর্মা, ঝুলন গোস্বামী, তানিয়া ভাটিয়া (একশত), একতা বিশট, শিখা পান্ডে, পুমাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here