ইন্দোনেশিয়া গেলেন চৌগাছা পৌর মেয়রসহ ১২ সদস্যের প্রতিনিধি দল

0
389

মুকুরুল ইসলাম মিন্টু ,চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছা পৌর মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেলসহ ১২ সদস্যের এক প্রতিনিধি দল সুরাবায়া সিটি সরকার, ইন্দোনেশিয়া জিএস ইউনাইটেড শহর স্থানীয় সরকার-এশিয়া প্যাসিফিক (ইউসিএলজি-এএসপিএসি) এর আমন্ত্রনে সাত দিনের সফরে ইন্দোনেশিয়ায় গেছেন। শনিবার রাতে মালেশিয়ান এয়ারওজে প্রতিনিধি দল যাত্রা করেন। প্রতিনিধি দলের নের্তৃত্ব দিচ্ছেন শরীয়তপুর পৌরসভার মেয়র ও বাংলাদেশ পৌরসভা সমিতি (ম্যাব)’র মহাসচিব রফিকুল ইসলাম।
ইন্দোনেশিয়া যাবার প্রাক্কালে মেয়র নূরউদ্দীন আল মামুন হিমেল জানান, আগামী ৯ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ইন্দোনেশিয়ার তিনটি শহরে স্যানিটেশন ও সলিড বর্জ্য ব্যবস্থাপনার উপর আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে সুরাবায়া, বালিতে স্যানিটেশন ও সলিড বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করবেন বাংলাদেশের পৌর মেয়র প্রতিনিধি দলের নেতৃবৃন্দ। তিনি বলেন,আমাদের থেকে ইন্দোনেশিয়া স্থানীয় সরকারের পৌরসভা গুলোর স্যানিটেশন ও সলিড বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলনামূলক শক্তিশালী। আমরা তাদের ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করব। শিক্ষনীয় ভালো দিকগুলো জানা এবং বোঝার চেষ্টা করব। পরবর্তীতে অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও রুপরেখা দেশে ফিরে আমাদের স্বস্ব পৌরসভায় তার বাস্তবান করা হবে। এ ক্ষেত্রে ভবিষ্যতে তারা আমাদের বিশেষ প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতাও প্রদান করবে। বর্তমান সরকারের সার্বিক সহযোগিতায় দু’দেশের স্থানীয় সরকারের উল্লেখিত বিষয় বাস্তবায়নে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে কিভাবে জনকল্যানমূখী করা যায় সেটা নিয়ে মূলতঃ আমরা কাজ করছি। গুরুত্বপূর্ণ এই সফরে প্রতিনিধি দলে রয়েছেন, চৌগাছা পৌর মেয়র নূরউদ্দীন আল মামুনসহ, শরীয়তপুর পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান,শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান, কাঁকনহাট পৌর মেয়র আব্দুল মজিদ, মধুখালী পৌর মেয়র খন্দকার মুরশেদ রহমান লিমন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ জামিলুর রহমান, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ শহিদুল ইসলাম, ম‍্যাবের ব‍্যবস্থাপক এস.এম আব্দুর রউফ, এ‍্যাডভোকেসী অফিসার গুঞ্জন বড়ুয়া, গোপাল পাল ও মোহাম্মদ আলী। তারা শনিবার রাতে মালেশিয়ান এয়ারওজে বাংলাদেশ ত্যাগ করেছেন বলে সূত্র জানিয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here