আর্জেন্টিনা থেকে মেসিদের জন্য ৩ টন খাবার রাশিয়ায়

0
335

খবর৭১: মেসিরা রাশিয়ার মাটিতে পা রাখার আগেই আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন তাদের খেলোয়াড়দের জন্য তিন টন খাবার পাঠিয়ে দিয়েছে।

মস্কো থেকে ২৫ মাইল দূরের শহর ব্রোনিৎসিতে পাঠানো হয়েছে এই খাবার। সেখানেই মেসিদের মৃগয়াক্ষেত্র। বিশ্বকাপ চলাকালীন মেসিরা যাতে তাদের পছন্দের খাবার খেতে পারেন, সেই কারণেই এই ব্যবস্থা নিয়েছে আর্জেন্টাইন ফুটবল সংস্থা।

কী রয়েছে মেসিদের খাবার তালিকায়? আর্জেন্টিনায় প্রচলিত প্রায় সব খাবারই নিয়ে এসেছে জাতীয় দল। খাবারের তালিকায় রয়েছে গরু, শুয়োর, সেদ্ধ করা কনডেনসড দুধ। মেসিদের জন্য যিনি রান্না করবেন, সেই শেফ ইতিমধ্যেই ব্রোনিৎসিতে পৌঁছে গেছে।

ব্রোনিৎসিতে মেসিদের জন্য ভালো পরিকাঠামোর বন্দোবস্ত থাকছে। ফুটবল মাঠ, বিশালাকার সুইমিং পুল ছাড়াও আরও সুবিধা পাবেন মেসিরা।

খাবার, পরিকাঠামোর পূর্ণ বন্দোবস্ত রয়েছে। এখন মাঠে নেমে নিজেদের প্রয়োগ করতে হবে মেসিদের। সেটা কি পারবে নীল-সাদা জার্সিধারীরা? মাঠযুদ্ধেই দেখা মিলবে এর উত্তর।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here