আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে যুবক-যুবতীর দন্ড

0
768
আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের দায়ে যুবক-যুবতীর দন্ড

মিজানুর রহমান মিলন,সৈয়দপুরঃ
সৈয়দপুরে একটি আবাসিক হোটেল অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং যুবতীর দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওই রায় প্রদান করেন। এছাড়াও সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অবস্থিত ফাইভ স্টার নামের ওই আবাসিক হোটেলটিও সীলগালা করে দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হচ্ছে মো. সোহেল রানা ওরফে রওশন আলী (২০) এবং অর্থদন্ডপ্রাপ্ত যুবতী (২১)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)পরিমল কুমার সরকারের নেতৃত্বে ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুরে শহরের নিয়ামতপুরস্থ সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবস্থিত ফাইভ স্টার আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ওই হোটেলের একটি কক্ষ থেকে সোহেল রানা ওরফে রওশন আলী এবং এক যুবতীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় আবাসিক হোটেলটি পরিচালনার দায়িত্বে থাকা লোকজন পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে আটক যুবককে সোহেল রানা ওরফে রওশনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও যুবতীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্ত সোহেল রানা ওরফে রওশন আলী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি এলাকার মো. রমজান আলী ছেলে। আর জরিমানাপ্রাপ্ত যুবতী বীরগঞ্জের ভাবকী এলাকার মো. জুয়েলের স্ত্রী।

এদিকে ফাইভস্টার আবাসিক হোটেলে অভিযানের খবর পেয়ে ওই ধরণের আবাসিক হোটেলগুলো ফাঁকা হয়ে যায় বলে খবর পাওয়া গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here