রাজধানী অনেকটাই ফাকা, মনে এক অজানা শঙ্কা:নাগরিকবাসী

0
3672

খবর৭১:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে জনমনে রয়েছে উদ্বেগ-উৎকন্ঠা-শঙ্কা। রাজধানীর অধিকাংশ সড়কেই যান চলাচল কম। যানজট আর জনজটের নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। পথে পথে নেই চিরচেনা দুর্ভোগ, নেই পথচারীদের ভিড়। এ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হয়েছে কম।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) অনেকটা শঙ্কা নিয়ে কর্মক্ষেত্রে বেড়িয়ে পড়েছে রাজধানীবাসী। তবে সবার মনে আজ অজানা এক শঙ্কা, দেশে কিনা ঘটতে যাচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে সেই চিরচেনা যানজট নেই। নেই নাগরিক কোলাহল। রাজধানীর ব্যস্ততম রাস্তাগুলোতে কমে গেছে গাড়ি চলাচল। বিকল্প আ‌টো সা‌র্ভিস, শিকর প‌রিবহন , বিআর‌টি‌সি,‌বিহঙ্গ দিশ‌ারী সহ অ‌ধিকাংশ বাসে হাতগোনা যাত্রী যে‌তে দেখা গে‌ছে।

সকাল ১১টায় রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র মতিঝিল ছিল অনেকটাই ফাঁকা। শাপলা চত্বর থেকে পল্টন মোড় সড়কটিতে আগের মতো সেই যান চলাচল নেই। যে দু-চারটা গাড়ি চলছিল, তাতে যাত্রী সংখ্যাও ছিল হাতেগোনা কয়েকজন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here