নারী ও শিশু নির্যাতন মামলায় মীরাক্কেলের কৌতুক অভিনেতা কায়কোবাদ আটক

0
370

খবর৭১ঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও ভারতীয় জি বাংলা চ্যানেলের জনপ্রিয় কমেডি অনুষ্ঠান মীরাক্কেলের কৌতুক অভিনেতা কায়কোবাদকে আটক করছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

জানা যায়, গত মঙ্গলবার একই বিশ্ববিদ্যালয়ের সমাজত্তত্ব বিভাগরে ২০১১-১২ শিক্ষা বর্ষের ছাত্রী ও তার প্রেমিকা কায়কোবাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করেন হাটহাজারী থানায়। পরবর্তীতে এ মামলায় মঙ্গলবার রাতে কায়কোবাদকে আটক করা হয়।

কায়কোবাদ ২০১৬ সালে এনটিভির রিয়েলিটি শো ‘হা-শো’তে প্রথম অডিশন দিয়েই অভিনয়ের সুযোগ পান। টপ সেভেন স্থান দখল করে মিডিয়ায় পরিচিতি পেয়ে যান। এরপর একই বছরে সেপ্টেম্বর মাসে অডিশন দেন ভারতীয় জি বাংলা চ্যানেলের কমেডি শো মীরাক্কেলে। হাজার হাজার প্রতিযোগীর মধ্যে প্রথম অডিশনে নির্বাচিত হন। অবশেষে প্রতিযোগিতার মধ্য দিয়েই সেরা দশে স্থান হয় তাঁর।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে। তাকে আটক করে আদালতে চালান করে দিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here