ধর্ম অবমাননার অভিযোগে তসলিমার বিরুদ্ধে মামলা

0
3791

খবর৭১: ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে ভারতে নির্বাসিত বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন ও নারীবাদী সাইট উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধরের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া উইম্যান চ্যাপ্টারের সুচিষ্মিতা সিমন্তি ও লীনা হকের বিরুদ্ধেও একই ধারায় মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার সাইবার ক্রাইম ট্রাইবুনালে যোগাযোগ প্রযুক্তি আইনের ২০০৬ এর ৫৭ ধারায় মামলাটি করা হয় বলে জানা গেছে। ট্রাইব্যুনাল মামলার বিষয়ে শুনানি নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)সাইবার ক্রাইম ইউনিটকে অভিযোগটি বিষয়ে তদন্ত করার আদেশ দিয়েছেন।

তবে কত দিনের মধ্যে প্রতিবেদন দিতে হবে তা জানাতে পারেননি আইনজীবী। মামলাটি দায়ের ও শুনানির পর বাদীপক্ষের আইনজীবী হুজ্জাতুল ইসলাম আল ফেসানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লেখিকা তসলিমা নাসরিন, উইমেন চ্যাপ্টারের সম্পাদক সুপ্রীতি ধর, ভারপ্রাপ্ত সম্পাদক সুচিষ্মিতা সিমন্তি ও উপদেষ্টা সম্পাদক লীনা হকের বিরুদ্ধে ইসলাম অবমাননার জন্য সচেতন মুসলমানদের কয়েকজন বাদী হয়ে মামলাটি করেছেন আমি তাদের পক্ষে, মামলা দায়ের করেছি।’

মামলা দায়েরের পর শুনানি শেষে ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ সাইফুল ইসলাম পুলিশের সাইবার ক্রাইম ইউনিটকে অভিযোগটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। বাদীর আনা অভিযোগে বলা হয়েছে, ‘উইমেন চ্যাপ্টার নামক ওয়েবসাইটের মাধ্যমে সুপ্রীতি ধর, সুচিষ্মিতা সিমন্তি ও লীনা হকেরা প্রায়ই পবিত্র দ্বীন ইসলামের বিরুদ্ধে বিদ্বেষমূলক লেখা প্রকাশ করেন।’

তারই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল বিকেলে তসলিমা নাসরিনের ‘ধর্ষকের কাছে নারীর কোনো ধর্ম নেই’ শীর্ষক একটি নিবন্ধ প্রকাশ করে। ওই নিবন্ধে লেখা হয়, ‘পয়গম্বরও আরব দেশে ইহুদি পুরুষদের মেরে ওদের মেয়েদের নিজের সঙ্গীদের মধ্যে বিতরণ করেছিলেন।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here