ক্যাম্পাস খুলে দিতে ইবি শিক্ষার্থীদের মানববন্ধন

0
435

ইবি প্রতিনিধি: সারাদেশের ন্যায় ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।’

এসময় ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়?’, ‘একদফা এক দাবি, আজকে হল খুলে দিবি’, ‘আটকে শুধু আমরাই নিয়োগ পরীক্ষা বন্ধ নাই’, ‘শিক্ষার্থীদের সাথে তামাশা চলবে না’, ‘সশরীরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে’ ইত্যাদি ফেস্টুন হাতে মানববন্ধন করেন তার।

শিক্ষার্থীদের দাবি, স্বাস্থ্য বিধি মেনে দ্রুত হল-ক্যাম্পাস খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করা, বিভিন্ন সেশনে স্থগিত করা পরীক্ষাসূমহ দ্রুত নেওয়ার ব্যাবস্থা করতে হবে ও বিশ্ববিদ্যালয় করর্তৃপক্ষের সকল শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে আরবী সাহিত্য বিভাগের মুস্তাফিজ রহমান, ইসলামের ইতিহাস বিভাগের নাজমুল মোল্লা,
বাংলা বিভাগের শ্যামলী তানজিন অনু, পরিসংখ্যান বিভাগের শাহাদাত হোসেন রাজীম সহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দেশে ইন্টারনেট যে অবস্থা তাতে অনলাইন পরীক্ষার মাঝেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। দেশে সবকিছুই চলছে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হোক’।

আন্দোলকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা আমড়া কাঠের ঢেঁকি হয়ে আসিনি। ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকসহ অন্য দাবিগুলো মেনে নিন। অন্যথায় কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হব।’

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। এরপর কয়েক ধাপে ছুটি বাড়ানো হয়। এছাড়া পূর্বের ঘোষণা অনুযায়ী গতকাল রবিবার (২৩ মে) থেকে স্কুল, কলেজ এবং আজ সোমবার (২৪ মে) থেকে বিশ্ববিদ্যালয় খোলার কথা থাকলেও ফের আগামী ২৯ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here