রাজধানীতে দুই যুবককে পিটিয়ে হত্যা

0
39

রাজধানী মিরপুরেদুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বয়স অনুমাণ করা হয়েছে ২০ থেকে ২৫ বছর। তবে নিহতদের সঠিক পরিচয় এখন চিহ্নিত করতে পারেনি পুলিশ। শনিবার রাজধানীর দারুসসালামের আহমেদনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন বলেন, “শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধ আহমেদ নগর হাড্ডিপট্টি এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। ঘটনার বিস্তারিত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here