রমজানে ঢাকার যে ২৫ স্থানে ন্যায্য দামে মিলবে মাছ-মাংস

0
21

আসন্ন রমজান মাসে ঢাকার ২৫ স্থানে ন্যায্য দাবে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান।

তিনি বলেন, সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ২৫ স্থানে গাড়িতে করে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরিদা আখতার বলেন, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রয় হবে।
এলাকাগুলো হচ্ছে-

১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)
২. খামারবাড়ি (ফার্মগেট)
৩. ষাটফুট রোড (মিরপুর)
৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
৫. নয়াবাজার (পুরান ঢাকা)
৬. বনশ্রী
৭. হাজারীবাগ (সেকশন)
৮. আরামবাগ (মতিঝিল)
৯. মোহাম্মদপুর (বাবর রোড)
১০. কালশী (মিরপুর)
১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)
১২. শাহজাদপুর (বাড্ডা)
১৩. কড়াইল বস্তি, বনানী
১৪. কামরাঙ্গীর চর
১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)
১৬. নাখাল পাড়া (লুকাস মোড়)
১৭. সেগুনবাগিচা (কাঁচা বাজার)
১৮. বসিলা (মোহাম্মদপুর)
১৯. উত্তরা (হাউজ বিল্ডিং)
২০. রামপুরা (বাজার)
২১. মিরপুর-১০
২২. কল্যাণপুর (ঝিলপাড়)
২৩. তেজগাঁও
২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার)
২৫. কাকরাইল
এ সময় প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশের নদী এবং সাগরের সর্বত্র  ইলিশ ধরা, ইলিশ পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের কথা বিবেচনা করে এবছর প্রথম সৌদি আরব এবং আরব আমিরাতে ১১ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here