লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন দাবানল

0
29

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে উত্তরের পাহাড়ি অঞ্চলে অন্তত ২১ বর্গকিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে। বুধবার লস অ্যাঞ্জেলেস কাউন্টির কাস্টেইক লেক এলাকায় সংঘটিত এই দাবানলের কারণে হাজারও বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে জরুরি আদেশ জারি করেছে কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার

দমকলকর্মীরা জানিয়েছেন, কাস্টেইক লেক এলাকায় শুরু হওয়া দাবানলে স্থানীয় বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে। এই এলাকায় প্রায় ১৮ হাজার ৬০০ মানুষ বসবাস করেন। দ্রুত ছড়িয়ে পড়া আগুন সেখানে গাছপালা ও ঝোপঝাড় ধ্বংস করে দিচ্ছে।

লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন স্থানীয়দের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পলিসেডস ও ইটন দাবানলে ২৮ জনের মৃত্যু হয়েছে। আমরা প্যালিসেডস এবং ইটন দাবানলের সময় নির্দেশাগুলো মেনে চলকে ব্যর্থ হয়েছিলাম।ফলে ব্যাপক ধ্বংসলীলা দেখতে হয়েছে। এ ধরনের বিপর্যয় আমরা কাউন্টির কাস্টেইক লেক এলাকায় দেখতে চাই না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here