গুরুতর অসদাচরণ: তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ

0
18

তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সম্মুখে তথ্য কমিশন বাংলাদেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টির গুরুতর অসদাচরণ অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পুনর্বহাল করা অনুচ্ছেদ ১৬ দফা (৬) তৎসহ তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৬ (১) ধারার বিধান অনুযায়ী রাষ্ট্রপতি ১৬ জানুয়ারি মাসুদা ভাট্টিকে তার পদ হতে অপসারণ করেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের আগস্টে মাসুদা ভাট্টিকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

চলতি মাসের প্রথম দিকে মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া মাসুদা ভাট্টির কাছে নিজের অবস্থান সম্পর্কে ব্যাখা চেয়েছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এরই ধারাবাহিকতায় কাউন্সিল থেকে রাষ্ট্রপতির বরাবর প্রতিবেদন দাখিল করা হয়। সেই প্রতিবেদনের পর রাষ্ট্রপতির পক্ষ হতে তাকে অপসারণের সিদ্ধান্ত এলো।

প্রসঙ্গত, ২০১৮ সালে মাসুদা ভাট্টির সঙ্গে একটি টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্যকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের (প্রয়াত) বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। কারাবরণও করতে হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। ওই ঘটনায় মাসুদা ভাট্টি বিভিন্ন মহলে আলোচনায় আসেন। মইনুল হোসেনের কারাবরণে ক্ষুব্ধ হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সেসময় সরকারের দমন-পীড়ন ও কঠোর মনোভাবের কারণে প্রতিবাদ করতে পারেননি মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here