জয় দিয়ে বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু

0
28

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে বাংলাদেশের মেয়েরা। প্রথমদিন বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দল জিতেছেও দাপট দেখিয়ে। নেপালকে ৫২ রানে অলআউট করে দিয়ে সেই রান তাড়া করেছে ৫ উইকেট আর ৪০ বল হাতে রেখে।

মালয়েশিয়ার বাঙ্গিতে অনুষ্ঠিতে ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই বোলাররা উইকেট তুলে নিতে শুরু করলে নেপাল ৩০ রানেই হারায় ৫ উইকেট। এর মধ্যেই একটি ছিল নেপাল অধিনায়ক পূজা মাহোতার। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালকে ১৮.২ ওভারে অলআউট করে দেয় মাত্র ৫২ রানে।

তবে নেপালের মেয়েদের অলআউট করার ক্ষেত্রে বেশি অবদান ফিল্ডারদের। ৫জন ব্যাটার রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। বাকি ৫ উইকেটের ২টি নেন জান্নাতুল মাওয়া, ১টি করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোঁয়া এবং আনিসা আক্তার সোবা।
নেপালের মেয়েদের মধ্যে সর্বোচ্চ ১৯ রান করেন সানা প্রাভিন এবং ১০ রান করেন সিমানা কেসি। বাকিদের মধ্যে আর কেউ দুই অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।

জবাবে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৬.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২। ৪ রান করে সুমাইয়া আক্তার, ১ রানে ফাহমিদা ছোঁয়া এবং ২ রানে রানআউট হন জুয়াইরিয়া ফেরদৌস। ৯ রানে সাদিয়া ইসলাম এবং ৬ রানে ব্যাট করছেন অধিনায়ক সুমাইয়া।

বেশ কিছুদিন ধরেই ধারাবাহিক ক্রিকেট খেলছে মেয়েরা। গত ডিসেম্বরেই এশিয়া কাপের ফাইনালে খেলেছে দলটি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকে। সেই হিসাবে প্রথমবার বিশ্বকাপ খেলা নেপালের বিপক্ষে হয়তো সহজ জয়েরই প্রত্যাশা ছিল বাংলাদেশের। এশিয়া কাপের সেমিফাইনালেও নেপালকে হারিয়েছিল বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here