জ্বলছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়

0
20

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর চরম বেকায়দায় পড়েছে টানা চার মেয়াদ ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। সারাদেশে দলটির বিভিন্ন কার্যালয় এবং দলীয় নেতাদের বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলা হচ্ছে। এই ধারাবাহিকতায় বাদ যায়নি রাজধানীর গুলিস্তানে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ও। গতকাল সোমবার কেন্দ্রীয় কার্যালয়ে এক দফা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (৬ আগস্ট) আবারও কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ভবনটিতে দাউদাউ করে জ্বলছে আগুন। ভবনের ভেতরে থাকা মালামাল সাধারণ জনগণ নিয়ে যাচ্ছে।

কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই মহানগর যুবলীগের কার্যালয়। এছাড়া মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের কার্যালয়৷ সেখানেও চালানো হয়েছে ভাঙচুর। লাগিয়ে দেওয়া হয়েছে আগুন।

সরেজমিনে দেখা যায়, ভবনটি থেকে এখনো ধোঁয়া উড়ছে। শত শত টোকাই ও ছিন্নমূলে মানুষ পুরো ভবনে ঢুকে যা পারছে নিয়ে যাচ্ছে। কয়েকজকে শাবল দিয়ে ভবনের দেওয়ালের মার্বেল পাথরগুলো খুলতে দেখা যায়। সামনে দাঁড়িয়ে থাকা লোকজন মুহুর্মুহু হাততালি দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here