যাত্রাবাড়ীতে গভীর রাতে বাসায় ঢুকে দম্পতিকে হত্যা

0
66

রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম মমিনবাগ এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ জুন) রাতের যেকোনো সময় মমিনবাগের ১৭৫ নম্বর বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- ৬০ বছর বয়সী শফিকুর রহমান এবং তার স্ত্রী ফরিদা ইয়াসমিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী। তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সকাল সাড়ে ছয়টার দিকে বাসাটিতে যায় পুলিশ। পরে ছয়তলা বিশিষ্ট বাসাটি থেকে দুজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত শফিকুর রহমান জনতা ব্যাংকের চাকরি করতেন।

দুজনেরই গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান এসআই রমজান।

কে বা কারা তাদের হত্যা করেছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। আশপাশের লোকজনও এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না। ঘটনা তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here