বিশ্বকাপ খেলতে পাকিস্তানের উচিত ভারত যাওয়া’

0
78

খবর৭১: অক্টোবর-নভেম্বরে ভারতের মাঠে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা এশিয়া কাপ।

তবে প্রতিবেশী দেশ পাকিস্তানের সঙ্গে সীমান্ত নিয়ে রাজনৈতিক বৈরিতার কারণে এশিয়া কাপ খেলতে পাকিস্তান সফরে যাবে না ভারত। যে কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষণা দিয়েছে, তারা বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠাবে না।

এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান এ জটিলতার মধ্যে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি মনে করেন, বিশ্বকাপ খেলতে পাকিস্তানের উচিত ভারত সফরে যাওয়া।

পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেন, বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তানের উচিত ভারত সফরে যাওয়া। এটি পাকিস্তানের ক্রিকেটকে সমর্থন করার বিষয়ে একটি ইতিবাচক বার্তা দেবে।

আফ্রিদি ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা করার পরামর্শ দিয়ে বলেন, আমি মনে করি ক্রিকেট এবং রাজনীতি আলাদা রাখা উচিত। খেলাধুলার সঙ্গে রাজনীতি টেনে আনা উচিত নয়।

এশিয়া কাপের ভেন্যু দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করা উচিত জানিয়ে সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, এশিয়া কাপের চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে আর বিলম্ব করা উচিত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here