সৈয়দপুরে শহীদ পরিবারের সন্তানদের মতবিনিময়

0
122

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে শহীদ পরিবারের সন্তানদের নিয়ে আজ শনিবার (১১ মার্চ) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের নতুনবাবুপাড়ার বি জামান ভবন চত্বরে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। শহীদ পরিবারের সন্তানদের গড়া সংগঠন রক্তধারা-৭১ এর আয়োজনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রক্তধারা-৭১ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি নাদিম কাদরী। রক্তধারা-৭১’র সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আহবায়ক ও সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, প্রজন্ম-৭১ এর সৈয়দপুর শাখার সভাপতি এ এম মঞ্জুর হোসেন, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, শহীদ পরিবারের সন্তান মোনায়মুল হক, মিজানুল হক, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এম এ করিম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ পরিবারের সন্তান লিয়াকত হোসেন লিটন। বক্তারা ১৯৭১ সালে সংগঠিত হত্যাযজ্ঞের বর্ণনা করে বলেন, যারা সে সময় হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের কাছে আজ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তানরা কোনঠাসা। বক্তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিষয়টি তুলে ধরার জন্য প্রধান অতিথির কাছে অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here