লিটারে ১৪ টাকা কমল সয়াবিন তেলের দাম

0
191

খবর৭১ঃ বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় পরিপ্রেক্ষিতে অবশেষে দেশের বাজারেও কমানো হলো সয়াবিন তেলের দাম। ১৪ টাকা কমিয়ে প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮৫ টাকা। সোমবার থেকে এ দাম কার্যকর হবে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমার প্রেক্ষিতে দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে আজ দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। ভোজ্যতেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

রবিবার পর্যন্ত বাজারে এক লিটার তেলের দাম ছিল ১৯৯ টাকা। যেটি ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে।

আর পাঁচ লিটার তেলের দাম ছিল ৯৮০ টাকা। এখন পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

সয়াবিন তেলের দাম কমানোর পাশাপাশি পাম তেলের দামও কমানো হয়েছে। প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here