ইউক্রেনের তিনটি সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা

0
172

খবর৭১ঃ ইউক্রেনের চেরনিহিভ, জাইটোমির এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর তিনটি প্রশিক্ষণ কেন্দ্রে উচ্চ-নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থাগুলো এ খবর জানিয়েছে বলে রোববার এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় স্থানীয় সময় রোববার সকালে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সেখানকার মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বলেছেন। কাস্পিয়ান সাগর থেকে নিক্ষেপ করা মিসাইল কিয়েভের অ্যাপার্টমেন্টে আঘাত হানে বলে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।

জার্মানিতে জি-সেভেন নেতাদের বৈঠকের সময় এই হামলার ঘটনা সামনে এলো। গত কয়েক সপ্তাহের মধ্যে কিয়েভে এই ধরনের প্রথম আক্রমণের ঘটনা এই প্রথম বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

কিয়েভের মেয়র আরও বলেন, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারীদের পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে মানুষ চাপা পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here