সেভেরোদোনেৎস্ক পুরো নিয়ন্ত্রণে, এবার লক্ষ্য লিসিচানস্ক: রাশিয়া

0
145

খবর৭১ঃ ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরটি পুরোপুরি দখল করে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এবার তাদের লক্ষ্য ইউক্রেনের গুরুত্বপূর্ণ লুহানেস্ক অঞ্চলের আরেক শহর লিসিচানস্ক।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। খবর আনাদোলুর।

এর আগে রুশ বাহিনী পুরোপুরি সেভেরোদোনেৎস্ক দখল করে নিয়েছে বলে জানিয়েছেন সেখানকার মেয়র আলেক্সান্ডার স্ট্রিউক।

আলেক্সান্ডার স্ট্রিউক ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বলেন, শহরটি এখন রাশিয়ার সম্পূর্ণ দখলে। তারা শহরটিতে তাদের নিজস্ব আইন প্রতিষ্ঠার চেষ্টা করছে। আমি যতদূর জানি তারা এক ধরনের কমান্ড্যান্ট নিয়োগ করেছে।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই আরও জানান, রুশ বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেভেরোদোনেৎস্ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে।

শহরের ৯০ শতাংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরের যেসব ভবন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ৮০ শতাংশ ভেঙে ফেলতে হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ শনিবার আরও বলেন, সেভেরোদোনেৎস্ক পুরোপুরি দখলের পর এবার আমাদের লক্ষ্য লিসিচানস্কের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া।

সেভেরোদোনেৎস্কের পাশের শহর লিসিচানস্কের দখল দুই-একদিনের মধ্যে রুশ সেনাদের আয়ত্তে চলে আসতে পারে।

ফলে লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক দখল করতে পারলে পুরো অঞ্চলটি রাশিয়ার অধীনে চলে আসবে।

লুহানেস্কের গভর্নর জানিয়েছেন, রুশ বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেভেরোদোনেৎস্ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে।

শহরের ৯০ শতাংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরের যেসব ভবন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ৮০ শতাংশ ভেঙে ফেলতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here