রুশ হামলায় প্রতিদিন ১০০ ইউক্রেনীয় সেনা প্রাণ হারাচ্ছে: জেলেনস্কি

0
309

খবর৭১ঃ রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রতিদিন প্রায় ৬০ থেকে ১০০ ইউক্রেনীয় সেনা নিহত হন এবং ৫০০ সেনা আহত হন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কিয়েভে নিউজম্যাক্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের দীর্ঘ পাল্লার অস্ত্রের জন্য অনুরোধ করা হয়েছিল। আমাদের দেশকে রক্ষা করার জন্য, রাশিয়াকে আক্রমণ করার জন্য নয়।

তিনি আরও বলেন, আমরা রাশিয়া যা ঘটাচ্ছে, তাতে আগ্রহী নই। আমরা কেবল ইউক্রেনের নিজস্ব অঞ্চল নিয়ে আগ্রহী।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে গোলা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধে দুপক্ষেরই ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের কারণে ইতোমধ্যে ইউক্রেন ছেড়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন ৬০ লাখেরও বেশি মানুষ। আর অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন ৮০ লাখের বেশি মানুষ। নিহত হয়েছেন চার হাজার মানুষ।

রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রুশ সামরিক বাহিনী। হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here