মানিকগঞ্জের ঘিওরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী পালিত

0
181

খবর৭১ঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মানিকগঞ্জ জেলার ঘিওর-দৌলতপুর-শিবালয় বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপির সাবেক মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের বড় পুত্র ও জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন (বাবলু)র সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেন, জেলা কৃষকদলের সাবেক সভাপতি খোন্দকার আক্কাস আলী ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মাসুদ পারভেজ।আরো উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়াজেদ আলী মিষ্টার, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়া, শিবালয় উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী রাজ্জাক, ১ম যুগ্ম সম্পাদক  হাকিম আলী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক তানজিন আরেফিন শাহীন, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ শাহীন আলমসহ তিন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অংগসংগঠনসমুহের নেতা ও কর্মীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের এই ক্রান্তিলগ্নে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, সাহস, দেশপ্রেম, দুরদর্শিতা ও তাঁর আদর্শে উজ্জীবীত হয়ে আগামীদিনে তারুণ্যের প্রতীক দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আন্দোলন সংগ্রামে ঝাপিয়ে পড়ার উপর গুরুত্ব আরোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here