কুসিক নির্বাচন: ছয় মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১০

0
180

খবর৭১ঃ কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই বাছাই শুরু হয়। যাচাই বাছাই শেষে ৬ জন মেয়র প্রার্থীর মধ্যে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।
মেয়র পদে মনোনয়নপত্রে বৈধতা পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, মনিরুল হক সাক্কু -স্বতন্ত্র , মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার স্বতন্ত্র , ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল। সতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের) মাসুদ পারভেজ খান ইমরান।

সাধারণ সদস্য পদে ১২০ জনের মধ্যে ৯ জনের ও সংরক্ষিত মহিলা আসনে ৩৮জনের মধ্যে এক জনের মনোনয়ন বাতিল করা হয়।

এদিকে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিনসহ ৩৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তারা মনোনয়ন পত্র জমা দেননি।

মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। এরপর ২৭ মে প্রতিক বরাদ্দ দেয়া হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের মনোনয়ন বৈধতার জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে আগামী ২০ থেকে ২২ মে মধ্যে আপিল করতে পারবেন। আগামী ১৫ জুন এ সিটির ১০৫ কেন্দ্রে ইভিএমে ভোট হবে। প্রতিক বরাদ্দের পরপরই মূলত শুরু হবে প্রার্থীদের প্রচার প্রচারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here