প্রথম টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

0
153

খবর৭১ঃ

শ্রীলংকার বিপক্ষে রোববার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে দু দলের এ লড়াই।

লঙ্কানদের বিপক্ষে কেমন একাদশ সাজাতে পারে? এ প্রশ্ন এখন সবার।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ একাদশ সাজাতে পারে তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান/মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, এবাদত হোসেনকে নিয়ে।

নাঈম হাসানের জায়গায় আবার মোসাদ্দেকও খেলতে পারে বলে জানিয়েছে ক্রিকইনফো।

মোসাদ্দেক খেললে তিনি ৮ নাম্বারে ব্যাট করতে পারবেন। আবার দলের প্রয়োজনে ১৫-২০ ওভার বলও করতে পারবেন।

ফলে মোসাদ্দেকের খেলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

তবে আবার মোসাদ্দেক ও নাঈম হাসানের বদলে এখানে একজন পেসারকেও খেলানো যায়। আর যদি বাংলাদেশ ম্যানেজম্যান্ট এটি করে তাহলে তিনজন পেসার নিয়ে মাঠে নামবে তারা। যা বাংলাদেশের ক্ষেত্রে সাহসী সিদ্ধান্তই হবে।

অন্যদিকে শ্রীলংকা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে পারে দিমুথ করুণারত্নে (অধিনায়ক), ওসাদা ফার্নান্দো, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল/রমেশ মেন্ডিস, নিরোসান ডিকভেলা, লাসিথ এমবুলদেনিয়া, কাসুন রাজিথা/ আসিথা ফার্নান্দো, প্রভীন জয়াবিক্রমা, বিশ্ব ফার্নান্দো।

দিনেশ চান্দিমাল ও রমেশ মেন্ডিসের মধ্যে দিনেশ চান্দিমালকে বসে থাকতে হতে পারে। কারণ রমেস মেন্ডিস লঙ্কানদের বোলিংয়ে বাড়তি সুবিধা পাবে।ৃও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here