শ্রীলঙ্কায় ভ্রমণ ও চলাফেরায় কয়েকটি দেশের সতর্কতা

0
177

খবর৭১ঃ শ্রীলঙ্কার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশটি ভ্রমণে এবং দেশটির অভ্যন্তরে চলাফেরায় সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও কাতার।

শ্রীলঙ্কায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, শান্তিপূর্ণ উদ্দেশ্যে করা বিক্ষোভগুলো সংঘর্ষের দিকে যেতে পারে এবং সম্ভবত সহিংসতায় রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের কর্মীদের বিক্ষোভ এড়াতে পরামর্শ দেয়া হয়েছে।

সৌদি গ্যাজেট জানিয়েছে, শ্রীলঙ্কায় বিক্ষোভের পর দেশব্যাপী কারফিউয়ের কারণে দেশটিতে ভ্রমণ স্থগিত করার জন্য নিজেদের নাগরিকদের পরামর্শ দিয়েছে সৌদি দূতাবাস। সোমবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নাগরিকদের শ্রীলঙ্কা ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করা উচিত।

কাতারের ইংরেজি দৈনিক দ্য পেনিনসুলা জানিয়েছে, কলম্বোতে অবস্থিত কাতারের দূতাবাস শ্রীলঙ্কায় নিজেদের নাগরিকদের সতর্কতা অবলম্বন করতে, দেশটির বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সমাবেশের জায়গা থেকে দূরে থাকতে এবং সহায়তার প্রয়োজন হলে জরুরি নম্বরে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে আহ্বান জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here