চার বছরে বিশ্বে উষ্ণতার সর্বোচ্চ রেকর্ডের সম্ভাবনা

0
161

খবর৭১ঃ গত কয়েক বছর ধরে আবহাওয়ার অস্বাভাবিক ওঠানামা দেখছে বিশ্ব। কখনও ভয়াবহ গরম, কখনো খুব ঠাণ্ডা। যখন বৃষ্টি হয়, অবিরাম ঝরে যায়। আবহাওয়ার এমন বিরূপ আচরণের আশঙ্কা আগেই করেছিলেন আবহাওয়াবিদরা। বৈশ্বিক উষ্ণায়ন যে সমস্যায় ফেলবে বিশ্ববাসীকে সেই সতর্কবার্তাও দিয়েছিলেন। এবার সেই একই সতর্কবার্তা দিল ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (ডব্লিউএমও)।

আগামী পাঁচ বছরে বার্ষিক গড় বৈশ্বিক তাপমাত্রা সাময়িকভাবে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানো সম্ভাবনা ৫০ ভাগ- সোমবার এমন সতর্কবার্তা দিয়েছে ডব্লিউএমও। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থাটি জলবায়ু হালনাগাদে বলেছে, ২০২২-২০২৬-এর মধ্যে উষ্ণতার রেকর্ড অন্তত এক বছর সর্বোচ্চ হতে পারে। এর সম্ভাবনা প্রায় ৯৩ শতাংশ বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

ডব্লিউএমও প্রধান বলছেন, যুক্তরাজ্যের মেট অফিসের বৈশ্বিক বার্ষিক থেকে দশকীয় জলবায়ু আপডেট অনুসারে, ২০২২-২০২৬ এর মধ্যে পাঁচ বছরের তাপমাত্রা বিগত পাঁচ বছরের (২০১৭-২০২১) চেয়ে বেশি হওয়ার সম্ভাবনাও ৯৩ শতাংশ।

২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ১০ শতাংশ তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা প্রায় ৫০ শতাংশ বাড়ল ২০২২-২০২৬ বর্ষে, এমনটাই জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। ডব্লিউএমওর রিপোর্ট অনুসারে, বিশ্বের তাপমাত্রাও গড়ে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here