প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ সংসদীয় কমিটির

0
240

খবর৭১ঃ স্থানীয় সরকার বিভাগের নেওয়া প্রকল্প বাস্তবায়নে ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একইসঙ্গে তারা এই ধীরগতির কারণ অনুসন্ধান করে একটি প্রতিবেদন দেওয়ারও সুপারিশ করেছে।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. আব্দুস শহীদ এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য নূর-ই-আলম চৌধুরী, এ বি তাজুল ইসলাম, আহসান আদেলুর রহমান, ওয়াসিকা আয়শা খান এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের গৃহীত প্রকল্পগুলো নিয়ে পর্যালোচনা করা হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে ধীরগতিতে কমিটি অসন্তোষ প্রকাশ করে।

এছাড়াও বৈঠকে সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার রাস্তা-ঘাট এবং অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত ২০ কোটি টাকার মধ্যে ইতোমধ্যে যে পরিমাণ টাকা বরাদ্দ করা হয়েছে এবং অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট সংসদ সদস্যদের প্রকল্পগ্রহণপূর্বক তাদের মধ্যে বরাদ্দ দেওয়ার জন্য মন্ত্রণালকে বলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here